বেগম ডট কো এবং ইএমকে সেন্টার নারী দিবস উপলক্ষে আয়োজন করে ফেলল “ইচ ফর ইকুয়াল ওয়ারকাথন ২০২০” যেখানে নানান পেশা এবং ব্যাকগ্রাউন্ডের নারীরা এসে সমাজে প্রচলিত নারীর বিভিন্ন সমস্যা সমাধানের জন্য কাজ করেছেন। ৪টি বিষয় নিয়ে তারা কাজ করেছেন যার মধ্যে ছিল, জেন্ডার বেসড ভায়োলেন্স, নারী ধর্ষণ, বাল্যবিবাহ এবং ডিপ্রেশন। উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ৩৫ জন নারী এবং তারা ৬টি উদ্ভাবনী সমাধান নিয়ে আসে এই ওয়ারকাথন এর মাধ্যমে।
“ইচ ফর ইকুয়াল ওয়ারকাথন ২০২০” এ ৩৫ জন নারীর আইডিয়া নিরক্ষনের জন্য চিলেন ৩ জন জুরি মেম্বার যারা হলেন রেবেকা সুলতানা, প্রজেক্ট অফিসার, ইউ এন ডি পি ,এমরাযিনা খান, সি ই ও, এমরাযিনা টেকনোলোজি এবং রাজন সিদ্দিকি তহিন, এডভাইসার, এডুকেশন ইউ এস এ। উক্ত প্রোগ্রামে বিজয়ী টিম হল টিম দূর্বার এবং তারা জিতে নেয় নগদ ৫০০০ টাকা।
উল্লেখ্য যে বেগম.কো ২০১৫ সাল থেকে নারীদের জন্য কাজ করে আসছে। তারা নানান ক্যারিয়ার সুযোগ, বাংলা কন্টেন্ট এবং কমিউনিটি সাপোর্ট দিয়ে নারীদের সাহায্য করে থাকে যাতে করে তারা একটি ভাল জীবন যাপন করতে পারে এবং ক্যারিয়ার এ ভাল করেতে পারে। এর যাবত এই প্লাটফর্মে দশ হাজারের ও বেশি সংখ্যক নারী জড়িত রয়েছে। বেগম.কো হল প্রেনিউরল্যাব এর একটি অঙ্গপ্রতিষ্ঠান । প্রেনিউরল্যাব একটি টেকনোলোজি ফর সোশ্যাল গুড অর্গানাইজেশন যারা তরুণ, নারী এবং উদ্যোক্তাদের নিয়ে কাজ করে এবং কিভাবে টেকনোলোজি ব্যবহার করে এই শ্রেণীর উন্নতি ঘটানো যায় তা এই অর্গানাইজেশন এর মূল উদ্দেশ্য ।
বেগম.কো এর ফাউন্ডার রাখশান্দা রুখাম বলেন, ওয়ারকাথন একটি ভিন্নমাত্রার কনসেপ্ট যেখানে মেয়েদের তৈরি করা হয় চাকরি উপযোগ্য করে এবং শেখানো হয় কিভাবে করে একটি অফিসে কাজ করতে হয়, প্রজেক্ট সল্ভ করতে হয়। এখানে তাদের আইডিয়া এর উপর ছিল নগদ পুরষ্কার এবং মেন্টরশিপ এর সুযোগ।