বাসায় বসে ভাবছেন যে কি করা যেতে পারে? ভার্চুয়াল ট্যুর দিয়ে আসুন পৃথিবীর ৫টি বিখ্যাত মিউজিয়াম
বাসায় বসে ভাবছেন যে কি করা যেতে পারে কিংবা বাহিরে ঘুরতে মন চাচ্ছে? মন খারাপ করার কিছুই নেই। আপনি বাসায় বসে দেখে আসতে পারেন পৃথিবীর ৫টি বিখ্যাত মিউজিয়াম ভার্চুয়াল ট্যুর এর মাধ্যমে .
সেলফ কোরেন্টাইন এ থাকাকালীন অবস্থাইয় আগামী দুই সপ্তাহ অনেক বেশি সঙ্কটাপন্ন হতে পারে যেমন খাদ্যাভাব। হয়তো , এন্টারটেইনমেন্ট এর জায়গাতে আপনি অনেক কিছু করতে পারবেন যার মানে অনেক নেটফ্লিক্স শো, ইউটিউব, এবং অনেক ইন্টারনেট ব্রাউসিং কিন্তু এই ডিজিটাল যুগে বাসায় বসে থেকে এন্টারটেইনমেন্ট এর পাশাপাশি আপনি অনেক তথ্য জানতে পারেন এবং আপনার জানার পরিসর কে বাড়াতে পারেন।
গুগল আর্টস এবং কালচার ৫০০ এর ও অধিক মিউজিয়াম এবং গ্যালারী এর সাথে সমন্বয়ে ভার্চুয়াল ট্যুর প্রতিস্তাপন করেছে যা আপনাকে ভার্চুয়ালি এই ৫০০ মিউজিয়াম এবং গ্যালারী দেখতে সাহায্য করবে। তাহলে চলুন কিছু বিখ্যাত মিউজিয়াম দেখে আসই আমাদের এই অবসর সময়ে এবং আমাদের হানার পরিসর বাড়াতে

ব্রিটিশ মিউজিয়াম, লন্ডন
এটি পৃথিবীর অন্যতম বিখ্যাত মিউজিয়াম যা লন্ডনের কেন্দ্রে অবস্থিত যেখানে রয়েছে রোসেটা পাথির, ইজিপ্সিয়ান মামি এবং আরও অনেক ঐতিহাসিক জিনিস। ভার্চুয়াল ট্যুর দিতে এখানে ক্লিক করুন। https://britishmuseum.withgoogle.com/
গুগেনহাইম মিউজিয়াম, নিউইয়র্ক
গুগল স্ট্রিট ভিউ এর সাহায্যে এই মিউজিয়াম এর সর্পিল সিড়ি খুব সহজে উপভোগ করা সম্ভব। ভার্চুয়াল ট্যুর দিতে এখানে ক্লিক করুন।
ন্যাশনাল গ্যালারী অফ আর্ট, ওয়াশিংটন
আমেরিকা এর অন্যতম বিখ্যাত মিউজিয়াম হল ন্যাশনাল গ্যালারী অফ আর্ট, ওয়াশিংটন যারা দুইবার অনলাইন এ এক্সিবিশন করেছে। এক্সিবিশন দেখেতে এখানে ক্লিক করুন
ডা জে পাওল গেটি মিউজিয়াম, লস এঞ্জেলস
অষ্টম শতাব্দীর ইউরোপিয়ান আর্টওয়ার্ক নিয়ে তৈরিকৃত এই মিউজিয়ামটিতে আপনি দেখতে পাবেন নানান রকমের পেইন্টিং, ড্রায়িং, ভাস্কর্য, পাণ্ডুলিপি। এই মিউজিয়াম এর স্ট্রিট ভিউ দেখতে ক্লিক করুন
ন্যাশনাল মিউজিয়াম অফ আন্ট্রপোলজি, মেক্সিকো সিটি
১৯৬৪ সালে প্রতিষ্ঠিত এই মিউজিয়ামটি মূলত মেক্সিকো এর আরকিউলোজি এর ভিত্তি করে স্থাপন করা যেখানে ২৩টি এক্সিবিট রুম রয়েছে প্রাচীন নিদর্শন এর জন্য যার মধ্যে অন্যতম রয়েছে মায়ান সভ্যতা. এই মিউজিয়াম এর স্ট্রিট ভিউ দেখতে ক্লিক করুন