অনেক মেয়ে আছে যাদের বয়স অনেক কম কিন্ত তাদের মুখ অনেক ভারি তাই আপনাকে অনেক বয়স্ক বুঝা যাবে এটা আপনার জন্য অনেক বড় একটা প্রবলেম তবে সমাধান আছে খুব ইজি। লেকমে ব্র্যান্ডের ফাউন্ডেশন ব্যবহার করুন তা নাহলে দাড়ির মত দেখাবে।
এর উপর ট্রান্সলুসেন্ট পাউডার লাগাতে হবে। মোটামুটি নিজের স্কিন টোনের কাছাকাছি শেড রাখবেন, বেশি গাঢ় হলে অদ্ভুত দেখাবে এবং আসা করি পরের বার যখন আপনি মেক–আপ করবেন। আমার টিপসগুলো মাথায় রাখবেন। কোনও সমস্যাই আর থাকবে না।