কেউ যদি আপনার ফেসবুকে লগইন করে চায় তাহলে ফেসবুক আপনাকে জানিয়ে দিবে। এই জন্য আপনাকে ফেসবুকে লগইন করে সেটিং মেনুতে যেতে হবে। সিকিউরিটি অপশনে ক্লিক করে লগইন করে অ্যালার্ট অপশনে গিয়ে এডিট করুন, ইমেইল লগ ইন অ্যালার্ট এবং গেট নোটিফিকেশন চালু করুন ও এটি সেভ করুন। এখন কেউ যদি আপনার এ্যাকাউন্ট লগইন করতে চায় তাহলে সাথে সাথে আপনার কাসে নোটিফিকেশন চলে যাবে। আপনাকে ইমেল এবং পাসওয়ার্ড মনে রাখতে হবে।
আরো কয়েকটা স্টেপ অনুসরন করলেই আপনার ফেসবুক এ্যাকাউন্ট ১০০% সুরক্ষা রাখা যায়ঃ
১) আপনার পাসওয়ার্ড অনেক শক্তিশালী হতে হবে।
যেমনঃ Miss09£@*sB70Pj$!
২) নিজের পারসনাল মোবাইল নাম্বার সেট করা।
৩) লগইন অ্যালার্ট চালু করে রাখা।
৪) ফেসবুক আইডি এবং ইমেইলের আইডির পাসওয়ার্ড আলাদা রাখুন।
৫) ফেসবুকে প্রতিবার লগইন করার পর সাইনআউট করুন।
৬)ফেসবুকে অপরিচিত কোন আপ্পস ক্লিক করা থেকে বিরত থাকুন।
৭) নিজের পিছি এবং লেপটপের ব্রাউজারে কখনও পাসওয়ার্ড সেভ করবেন না।