জিমেইল আইডি খুলতে আপানকে বেশি কঠিন কিছু করতে হবে সেইটা ভাবতে হবে না , কয়টা স্টেপ দেখলেই হয়ে যাবে। প্রথমত আপনাকে gmail.com পেইজে যেতে হবে তারপর create account অপশনে ক্লিক করতে হবে তারপর একটা অপশন আসবে যেখানে আপনাকে ফাস্ট নাম এবং লাস্ট নাম ফিলউপ করতে হবে তারপর আপনার ইমেইল এড্রেস কি দিতে চান সেইটা দিন।
আপনার নাম যদি হয় মিস্টার টমেটো, তাহলে প্রথমে সেটা দিয়েই চেষ্টা করুন, যদি ইতোপূর্বে কেউ সেই ঠিকানা না নিয়ে থাকে তাহলে আপনি পেয়ে যাবেন। আর যদি ঐ নামে ইতোপূর্বেই কারও ঠিকানা রেজিস্টার করা থাকে তাহলে “Someone already has that username. Try another?” এই মেসেজটি দেখতে পাবেন। তখন আপানার নামের সাথে সংখ্যা কিংবা সিম্বল অ্যাড করতে পারেন। তারপর আপনার অনেক শক্তিশালী একটা পাসওয়ার্ড দিন আবার কনফারম্ম পাসওয়ার্ড অপশনে সেই পাসওয়ার্ড আবার ক্লিক করুন । তারপর আপনার জন্ম তারিখ লিঙ্গ আপানর ফোন নাম্বার দিন। তারপর আপনি গুগলের সব শর্ত এবং কনডিশনে রাজি তাই ক্লিক অপশনে ক্লিক করুন এবং সেন্ড করুন আপানর মোবাইল নাম্বারে চলে আসবে একটা কোড সেইটা আবার জিমেইল অপশনের কনফার্মেশন কোডে দিয়ে দিন। ব্যাস হয়ে গেল আপানর জিমেইল অ্যাকাউন্ট।